Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবা সমূহ:

§  ক্লাস্টার অনুযায়ী মাসিক ভিত্তিতে বিদ্যালয় পরিদর্শন, রিপোর্ট একত্রীকরণ ও অধিদপ্তরে প্রেরণ। 

§  জেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সকল প্রকার মাদ্রাসার স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন।

§  শূন্য/সৃষ্ট পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে মহাপরিচালক, মাউশি, ঢাকাএর প্রতিনিধি মনোনয়ন।

§  শূন্যসৃষ্ট পদে নিয়োগকৃত শিক্ষকের এমপিওভুক্তির কাগজপত্র অগ্রায়ন।

§  শিক্ষকদের বিভিন্ন স্কেল প্রাপ্তিতে কাগজপত্র অগ্রায়ন।

§  পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তির জবাব প্রধান শিক্ষক কর্তৃক প্রদানের পর মন্তব্যসহ উর্দ্ধতনকর্তৃপক্ষের কাছে প্রেরণ।

§  শিক্ষা প্রতিষ্ঠানের অফিযোগের ভিত্তিতে তদন্তকরণ ও রিপোর্ট প্রেরণ।

§  আয়নব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন।

§  বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তকএর হিসাব উপজেলা থেকে সংগ্রহ পূর্বক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।

§  জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন দিবস ও কর্মসুচি পালনে নির্ধারিত দায়িত্ব পালন।

§  জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন।

§  জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার গুণগত মান উন্নয়ন কল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

§  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানের বিষয় তদারকি।

§  এনটিআরসিএ এর সনদপত্র বিতরণ ও তথ্য প্রেরণ।

§  বিদ্যালয়গুলিতে সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রয়োগ, এসবিএ, ও পিবিএম কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান।

§  স্কাউট ও গার্লস গাইড কার্যক্রমে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন ও পরিবীক্ষন।

§  জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন।

§  শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালন।